রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২১:৩৭

প্রিয়তমাকে সাকিবের `ভালোবাসা দিবসের' শুভেচ্ছা

প্রিয়তমাকে সাকিবের `ভালোবাসা দিবসের' শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক:  ‘ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখ।’ এটি কবি গুরু রবিন্দ্রনাথের একটি অমর গান। লিখেছেন ভালোবাসাকে ঘিরে। আজ ১৪ ই ফেব্রুয়ারি সেই ভালোবাসার বিশেষ দিন। সারাবিশ্বে খুব উৎসব-আমেজের মধ্যদিয়ে পালিত হচ্ছে "বিশ্ব ভালোবাসা দিবস" বা ''ভ্যালেন্টাইনস ডে''। বিশ্বের মানুষ এ দিবসটিকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করে আসছে যুগ যুগ ধরে।

ভালোবাসার এই বিশেষ দিবস উপলক্ষ্যে সবাই যখন নিজের মনের কথা প্রকাশ করছেন তার প্রিয়জনের কাছে। ঠিক তেমনই জাতীয় দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান তার প্রিয়তমা উম্মে শিশিরকে শুভেচ্ছা জানাতে ভুলেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে শিশিরের সঙ্গে পূর্বে তোলা একটি ছবি আপলোড করে তাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে সাকিব বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তিনি করাচি কিংসের হয়ে এই আসরে অংশ নিয়েছেন।

১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে